স্থাপিত: ২০১০ ইং

ভর্তি নিয়মাবলী ও মাসিক প্রদেয়

মার্চ ১১, ২০২৪

ভর্তি নিয়মাবলী

অনলাইনে ভর্তির জন্য শিক্ষাথীর তথ্য সমূহ দিয়ে ভর্তি  ফি বিকাশ পেমেন্ট করতে হবে। বিকাশ পেমেন্ট করার পরে যে নাম্বার হতে পেমেন্ট করা হয়েছে সে মোবাইল নাম্বার এবং ট্রোন্জেকসন নাম্বার দিয়ে জমা/ সাবমিট করতে হবে। তাহলেই ভর্তি সম্পন্ন হয়ে যাবে।

মাদরাসা খোলার দিন নিজে উপস্থিত হয়ে শিক্ষার্থীর এনআইডি অথবা জন্মনিবন্ধন ফটোকপি ২টি, পাসপোর্ট  সাইজ রঙ্গিন ছবি ১টি, পিতামাতার এনআইডি ফটোকপি ১ টি করে  অফিসে জমা দিয়ে ত্রাবাসের রুম ও সিট নাম্বার গ্রহণ করতে হবে।

 

ভর্তি ফি

* থ্রি লেঙ্গুয়েজ হিফজ নিসাব = ভর্তি ফি ২০০/-

প্লে

নাসারী

১ম শ্রেনী

২য় শ্রেণি

৩য় শ্রেণি

8র্থ শ্রেণি

৫ম শ্রেণি

* মক্তব বিভাগ = ভর্তি ফি ১,১০০/-

ক্বওমী বিভাগ: = ভর্তি ফি ১,৫০০/-

খুসুসী জামাত

মাদানী ১ম বর্ষ

মাদানী ২য় বর্ষ

মাদানী ৩য় বর্ষ

শরহে বেকায়া

হেদায়া/জালালাইন

মেশকাত

তাকমীল/দাওরা

হিফজ বিভাগ = ভর্তি ফি ১,১০০

হিফয ইয়াদ

হিফয শুনানী

 

মাসিক খাবার খরচ

সকল বিভাগের ছাত্রদের মাসিক খাবার খরচ=৩,০০০/- তিন হাজার টাকা মাত্র। মাসিক খরচ প্রতি ইংরেজি মাসের ১ তারিখ হতে ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হয়।