ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ রাসুলে আকরাম (সঃ) এর এ বাণী দ্বারা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও অপরিহার্যতায় বুঝায়। মুলত শিক্ষাই আলো । শিক্ষায় জাকতর উন্নতি ও অগ্রগতির একমাত্র মাধ্যম।সু-শিক্ষার মাধ্যমে মানুষ সীরাতে মুস্তাকীমের সন্ধান ও স্রষ্ঠার পরিচয় খুজে পায়।কোরআন ও সুন্নাহর দিতে পারে শান্তি, মুক্তি ও নিরাপত্তার নিশ্চয়তা। আদর্শ মানুষ গড়তে দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই।